Header Ads

এমবাপের লাল কার্ড, ফাইনালে পিএসজি

লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তবে সেটা পিএসজির জয়ের পথে বাধা হতে পারেনি। রেনেকে ৩-২ গোলে হারিয়ে ফরাসি লিগ কাপের ফাইনালে উঠেছে উনাই এমেরির দল।

এই নিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগ কাপের ফাইনালে উঠল পিএসজি। আগের চারবারই শিরোপা জিতেছে তারা। টানা পঞ্চম শিরোপার লড়াইয়ে তারা মোনাকোর মুখোমুখি হবে।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে পিএসজির হয়ে একটি করে গোল করেছেন থমাস মেনিয়ের, মারকুইনোস ও জিওভানি লো সেলসো। ৫৮ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। শেষ দিকে দুই গোল শোধ করে রেনে।
আর এমবাপে ৬৩ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি লাল কার্ড দেখলেন।
সুত্রঃ SportsOnly
Powered by Blogger.