মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দারুণ দিন
মুমিনুল হকের সেঞ্চুরি আর তামিম ইকবাল, মুশফিকুর রহিমের ফিফটিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪ রান। টেস্টে যে কোনো এক দিনে বাংলাদেশ এরচেয়ে বেশি রান তুলেছে মাত্র দুইবার।
তামিম-ইমরুলের উদ্বোধনী জুটি বাংলাদেশকে এনে দেয় ভালো শুরু। দুই ব্যাটসম্যান নিজেদের ইনিংস বড় করতে পারেননি। কিন্তু সুযোগ দুই হাতে কাজে লাগিয়েছেন মুমিনুল। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান অপরাজিত ১৭৫ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানি তার সামনে। অধিনায়ক মাহমুদউল্লাহ খেলছেন ৯ রানে।
টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ
টেস্টের প্রথম দিনে নিজেদের সর্বোচ্চ রান পেয়েছে বাংলাদেশ। টেস্টের শুরুর দিনে তাদের আগে সেরা ছিল ২০১২ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে ৩৬৫ রান।
৮৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৩ রান। মুমিনুল হক ১৭৪ ও মাহমুদউল্লাহ ৯ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৭৪/৪ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৫*, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৯*; লাকমল ১৭-৩-৪৩-২, কুমারা ১২-১-৬৪-০, দিলরুয়ান ২৪-৪-৯৮-১, হেরাথ ২০-১-১০০-০, সান্দাকান ১৩-১-৫৮-১, ধনঞ্জয়া ৪-০-১১-০)
Post a Comment