Header Ads

৪র্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে টাইগাররা

তিনটি সেঞ্চুরি আর দুটি ফিফটিতে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। নিয়েছে ২০০ রানের লিড। চতুর্থ দিনের শেষ বেলায় তুলে নিয়েছে বাংলাদেশের তিন উইকেট। ম্যাচ বাঁচাতে স্বাগতিকদের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।


মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ
সিলি পয়েন্টে কুসল মেন্ডিসের দারুণ ক্যাচে ফিরে গেলেন মুশফিকুর রহিম। তাকে হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ।
রঙ্গনা হেরাথের বল পা অনেকটা বাড়িয়ে খেলেন মুশফিক। বল ব্যাট ছুঁয়ে জুতায় লেগে ক্যাচ যায় সিলি পয়েন্টে। তৎপর মেন্ডিস ক্যাচ মুঠোয় নিতে কোনো ভুল করেননি।
২০ বলে ২ রান করে ফিরে যান মুশফিক। তার বিদায়ের সময় দলের স্কোর ৮১/৩।

সান্দাকান ফেরালেন তামিমকে
আক্রমণে এসেই আঘাত হেনেছেন লাকশান সান্দাকান। বাঁহাতি রিস্ট স্পিনার ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের বড় ব্যাটিং ভরসা তামিম ইকবালকে।
পা অনেকটা বাড়িয়ে পুশ করেছিলেন বাঁহাতি ওপেনার। স্কিড করা বল ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে নিরোশান ডিকভেলার গ্লাভসে। ৬২ বলে ছয়টি চারে ৪১ রান করে ফিরে যান তামিম।
২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী মুশফিকুর রহিম। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১২৪ রানে।

ইমরুলের বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি
পানি বিরতির পর প্রথম ওভারে উইকেট হারাল বাংলাদেশ। দিলরুয়ান পেরেরার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমরুল কায়েস।
অফ স্পিনারের বলে প্যাডেল সুইপ করতে চেয়েছিলেন ইমরুল। ঠিক মতো শট খেলতে পারেননি। স্কয়ার লেগে সহজ ক্যাচ যায় দিনেশ চান্দিমালের কাছে।
৪৮ বলে ১৯ রান করে ফিরেন ইমরুল। ভাঙে ৫২ রানের উদ্বোধনী জুটি। ক্রিজে তামিম ইকবালের সঙ্গী মুমিনুল হক।

তামিম-ইমরুল জুটির পঞ্চাশ
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ভালো শুরু এনে দিয়েছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। টানা দুই ইনিংসে তাদের জুটি ছুঁয়েছে পঞ্চাশ।
১৪তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে জুটির রান পঞ্চাশে নিয়ে যান ইমরুল।
১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫০/০। তামিম ৩১ ও ইমরুল ১৮ রানে ব্যাট করছেন। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১৫০ রানে।

বাংলাদেশের ভালো শুরু
দুইশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে শুরুর জুটি। আস্থার সঙ্গে খেলছেন তামিম ইকবাল। রঙ্গনা হেরাথকে একটি রিভার্স সুইপ করা ছাড়া নিজের মতো করে খেলছেন ইমরুল কায়েস। সঙ্গ দিচ্ছেন সতীর্থকে।
১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৮/০। তামিম ২৪ ও ইমরুল ১৩ রানে অপরাজিত। স্বাগতিকরা পিছিয়ে ১৬২ রানে।

২০০ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা
চা-বিরতির পর ১৫ বল খেলে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান করে অতিথিরা। দলটি নেয় ২০০ রানের লিড।
টেস্টে বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে বেশি রান আছে আর একটিই। ২০১৪ সালে ঢাকা টেস্টে ৬ উইকেটে ৭৩০ রানে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে ৫০৪/৩) ১৯৯.৩ ওভারে ৭১৩/৯ ডিক্লে. (করুনারত্নে ০, মেন্ডিস ১৯৬, ধনঞ্জয়া ১৭৩, রোশেন ১০৯, চান্দিমাল ৮৭, ডিকভেলা ৬২, দিলরুয়ান ৩২, হেরাথ ২৪, লাকমল ৯, কুমারা ২*; মুস্তাফিজ ৩২-৬-১১৩-১, সানজামুল ৪৫-২-১৫৩-১, মিরাজ ৪৯-০-১৭৪-৩, তাইজুল ৬৭.৩-১৩-২১৯-৪, মোসাদ্দেক ৩-০-২৪-০, মুমিনুল ২-০-৬-০, মাহমুদউল্লাহ ১-০-৭-০)
Powered by Blogger.