Header Ads

বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান


অনেক দিন ধরেই গুঞ্জন ছিল অধিনায়কত্ব হারাতে পারেন মুশফিকুর রহিম। অবশেষে হলও ঠিক তাই। মুশফিককে সরিয়ে আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে। সাদা পোশাকে বাংলাদেশের সহ-অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। রোববার বোর্ড সভা শেষে তা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন
Image result for সাকিব আল হাসান
এ নিয়ে দুই ফরম্যাটের অধিনায়ক হলেন সাকিব। টি-টোয়েন্টিতে ইতোমধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে  শ্রীলঙ্কা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে লঙ্কানরা। এই সিরিজ দিয়েই টেস্ট অধিনায়কত্বের দ্বিতীয় অধ্যায় শুরু করবেন সাকিব।
এরআগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব করেছেন সাকিব। তার অধিনায়কত্বের প্রথম মেয়াদে বাংলাদেশ খেলেছে মোট নয়টি টেস্ট। এক জয়ের বিপরীতে আছে আটটি হার। সাকিবের পর টেস্ট অধিনায়কত্বের মশাল তুলে দেওয়া হয় মুশফিকের হাতে। সেই মুশফিককে সরিয়েই দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব দেওয়া হল সাকিবকে।
পরিসংখ্যান অনুসারে মুশফিককে বাংলাদেশের সেরা টেস্ট অধিনায়ক বলাই যায়। তার অধীনেই সর্বোচ্চ টেস্ট জিতেছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তার নেতৃত্বে ৩৪ টেস্ট খেলে সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৮টিতে হারলেও ড্র করেছে নয়টি ম্যাচ। জয়ের তালিকায় আছে ঘরের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়। তবে মাঠে অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতার অধিনায়কত্বের জন্য অনেকবার সমালোচিত হয়েছেন মুশফিক।
টেস্ট অধিনায়ক পরিবর্তনের কারণ কী? এ বিষয়ে পাপন জানান, মুশফিককে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলেন, ‘একেবারেই স্পেসেফিক গ্রাউন্ড আছে তা না। আর থাকলেও সেটা সবসময় বলা যাবে না। আমরা মনে করেছি এখানে একটা পরিবর্তন হওয়া দরকার। মুশফিকুর রহিমের সেরা ব্যাটিং আমরা চাইছি। আমরা মনে করছি সে ব্যাটিংয়ে মনোযোগ দিক। তাকে চাপমুক্ত করতে চাচ্ছি। এবং আমরা যে পরিকল্পনা করেছি তা দীর্ঘমেয়াদী। শুধু এখনকার দেখলে তো হবে না। এটা আগামী চার-পাঁচ বছরের সেই পরিকল্পনারই একটা পদক্ষেপ। অন্যান্য জায়গায়ও পরিবর্তন আসবে।
Powered by Blogger.