আইপিএলে প্রথম নেপালি ক্রিকেটার সন্দ্বীপ লামিচ্যান
ভারতের ব্যাঙ্গালুরুতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের নিলাম। আর এতে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সন্দ্বীপ লামিচ্যান।
আইপিএলের এবারের আসরের নিলামে একের পর এক চমক দেখা যাচ্ছিল। নিলামের প্রথম দিনে টি-টোয়েন্টির নামকড়া ক্রিকেটাররা পান নি কোনও দল। এই তালিকায় আছেন- ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, মার্টিন গাপটিল, হাশিম আমলা, জো রুট, জেমস ফকনার, মিচেল জনসন, জোনাথন বেয়ারস্টো, টিম সাউদি, জশ হ্যাজলউড, স্যামুয়েল বদ্রির মতো ক্রিকেটাররা। নিলামে কোনও দল পাননি- ভারতের মুরালি বিজয়, পারথিব পেটেল, ইশান্ত শর্মারাও।
তবে সবাইকে অবাক করে দল পেয়েছেন কখনো জাতীয় দলের হয়ে না খেলা সন্দ্বীপ লামিচ্যান। নেপালের এই ক্রিকেটারের বয়স মাত্র ১৭ বছর। আইপিএলের ১১তম নিলামে উদীয়মান লেগস্পিনার সন্দ্বীপের ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি। এই দামে সন্দ্বীপকে পেতে আগ্রহ দেখায় দিল্লি ডেয়ারডেভিলস। আর কোনও দল আগ্রহ না দেখালে ভিত্তি মূল্য ২০ লাখ রুপিতেই সন্দ্বীপকে পায় দিল্লি। যার ফলে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লিখালেন এই লেগস্পিনার।
এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট না খেলা সন্দ্বীপ খেলেছেন ৯ টি লিস্ট এ’ ম্যাচ। ২৮.২৫ গড়ে এই ৯ ম্যাচে দখল করেছেন ১২ টি উইকেট। ইকোনোমি ৪.৫৯। সেরা বোলিং ফিগার ৪৮ রানে ৩ উইকেট।
তবে সন্দ্বীপ প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে। বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ক্রিকেটার। পাশাপাশি প্রথমবারের মতো অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায় নেপাল। সেই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সন্দ্বীপ লামিচ্যান। নিয়েছিলেন ১৪ টি উইকেট।
পরবর্তীতে অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিতে যান সন্দ্বীপ লামিচ্যান। সেখানে অস্ট্রেলিয়ার লেগস্পিন গ্রেট শেন ওয়ার্ন ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক সন্দ্বীপের বোলিং ও খেলার প্রতি আগ্রহের প্রশংসা করেন।
Post a Comment