Header Ads

আইপিএলে অবশেষে দল পেলেন গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় তারকা ক্রিস গেইল। কিন্তু কাল আইপিএল নিলামের প্রথম দিনে ক্যারিবীয় ব্যাটসম্যানকে কেনেনি কেউই। তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজিই ‘বিড’ করেনি!

 
রোববার দ্বিতীয় দিনের নিলামে প্রথমবার নাম উঠলে গেইলের জন্য বিড করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। তখন তো মনে হচ্ছিল, গেইলের আইপিএল ক্যারিয়ারই বুঝি শেষ হয়ে গেল!

অবশেষে তৃতীয় দফায় নাম ওঠার পর দল পেয়েছেন গেইল। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে গেইলকে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
Powered by Blogger.