রিয়াল মাদ্রিদ? পিএসজিতে আমি সুখেই আছি; বললেন নেইমার
দিন যতই যাচ্ছে, নেইমারের পিএসজি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর গুজবও ততই বাড়ছে। এবার এই গুজবের আগুনে পানি ঢালে পুরোপুরি নিভিয়ে দিতে চাইলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
গুজবের বিষয়ে জানতেই চাইলে নেইমার বলেন, “রিয়াল মাদ্রিদ? আমি তো আমার সতীর্থদের নিয়ে ভালই আছি। পিএসজিতে আমি সুখেই আছি।”
“আমি এখানে ভাল খেলছি। এখানে এসেছি ইতিহাস গড়তে এবং আমি যথাসাধ্য চেষ্টা করছি,” যোগ করেন নেইমার।
তিনি বলেন, “বাইরে অনেক কিছুই রটে এবং এটা হবেই। সান্তোস থেকে শুরু করে বার্সেলোনায় যে কয় বছর ছিলাম, তখনও প্রত্যেক দলবদল মৌসুমে আমাকে নিয়ে এসব হয়েছে। সত্যি বলতে, এর বাইরে থাকা অসম্ভব।”
“আমি ভাল আছি। কারণ, আমি একজন ভাল খেলোয়াড়। আর ভাল খেলোয়াড়দের নিয়ে এসব গুজব হবেই,” যোগ করেন নেইমার।
ইনজুরির কারণে দুই ম্যাচ বাইরে থাকার পর গত রাতে মঁপেলিয়েরের ফিরেই জোড়া গোল করেন নেইমার। ৪-০ ব্যবধানের ম্যাচটিতে বাকি দুটি করেন এডিনসন কাভানি ও ডি মারিয়া।
গত বছরের আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে ফরাসি প্যারিস-সেইন জার্মেই (পিএসজি)-তে পাড়ি জমান নেইমার।
এরপর থেকে ২৪ ম্যাচে ২৬টি গোল করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। আরও রয়েছে ১৬টি অ্যাসিস্ট।
Post a Comment