সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত হায়দরাবাদের কোচ টম মুডি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সের বিশাল গ্যালারিতে প্রায়ই শোনা যেত ‘সাকিব! সাকিব!’ গর্জন। এবারের আইপিএলে সাকিব আল হাসানের নামে এমন গর্জন হয়তো শোনা যাবে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কলকাতা ছেড়ে দেওয়ায় সাকিবের নাম দেখা গেছে একাদশতম আইপিএলের নিলামের টেবিলে।
সেখান থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আসন্ন আইপিএলে সাকিবের মতো নির্ভরযোগ্য একজনকে দলে পেয়ে উচ্ছ্বসিত হায়দরাবাদের কোচ টম মুডি।
সাকিবের সামর্থ্য সম্পর্কে ভালোই ধারণা আছে অস্ট্রেলিয়ান কোচ মুডির। তাই তার প্রশংসা করতেও কার্পণ্য করেননি তিনি। প্রথমদিনের নিলাম শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মুডি বলেন, ‘সাকিব বিশ্বমানের একজন ক্রিকেটার। যেকোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তার আছে। সে দুর্দান্ত একজন ব্যাটসম্যান। ব্যাটিং কিংবা বোলিং; দুটোতেই সাকিব সমান পারদর্শী। সাকিবের মতো একজনকে দলে পেয়ে আমি আনন্দিত।’
২০১১ সাল থেকে টানা ছয় মৌসুম সাকিব খেলেছেন কলকাতার জার্সিতে। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে কলকাতার ঘরের ছেলে হয়ে ওঠেন বাংলাদেশের সাকিব। আইপিএলের শিরোপা জিতেছেন দুবার। সেই সাকিবকেই এবার ছেড়ে দিয়েছে কেকেআর। শনিবার আইপিএলের নিলামের প্রথমদিন রাজস্থান রয়েলসের সঙ্গে পাল্লা দিয়ে দুই কোটি রুপিতে সাকিবকে দলে টানে হায়দরাবাদ। সাকিবের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি।
আইপিএলের ২০১৬ সালের আসরে শিরোপা জিতেছিল হায়দরাবাদ। দলকে শিরোপা জেতাতে বল হাতে অনবদ্য ভূমিকা রাখেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। কাটার-স্লোয়ার সমৃদ্ধ দুর্দান্ত বোলিংয়ে ১৯ উইকেট নিয়ে জেতেন আইপিএলের সেরা উদীয়ামান ক্রিকেটারের খেতাব। তবে এবার মুস্তাফিজকে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। নিলামের প্রথমদিন দুই কোটি ২০ লাখ রুপিতে ‘কাটার মাস্টার’কে কিনেছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই।
সূত্র :ক্রিকট্র্যাকার
Post a Comment