মাঠে ফিরলেন আশরাফুল
বিপিএলে স্পট-ফিক্সিংয়ের দায়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। আর এই বছরের ১৬ আগস্ট সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেট খেলায় ফিরার অপেক্ষায় রয়েছেন একসময়ের এই মারকুটো ব্যাটসম্যান। তবে এবার মাঠে ফিরেছেন আশরাফুল।
বাংলা নববর্ষের পরের দিনই অনুশীলনে নেমে পড়লেন পুরো দমে। আর এতেই বেশ উচ্ছ্বসিত আশরাফুল। নিজের ফেসবুকে তিনি সকলকে জানালেন যে তিনি আবারও
ক্রিকেটে ফিরে আসছেন। আর তার সাথে রয়েছেন তার শৈশবের কোচ ও জাতীয় দলের সাবেক লেগ স্পিনার ওয়াহিদুল গনি।
“অনেকদিন পর অনুশীলনে যাচ্ছি। তাই আজকের সকালটা আজ অন্যরকম সুন্দর আমার জন্য। দারুণ লাগছে।” আশরাফুল আরও জানান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তার শৈশব কোচ ওয়াহিদুল গনি তাকে বলেন তার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। আশরাফুলকে পর্যবেক্ষণও তিনি করবেন বলে জানিয়েছেন।
এদিকে আরেকটি সুসংবাদ দিয়েছেন আশরাফুল। তার ডাক্তার জানিয়ে দিয়েছেন, হাতের আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি। আর এই সুবাদে ক্রিকেটে ফিরে আসতে আর কোন বাঁধা নেই আশরাফুলের, এখন শুধু অপেক্ষা আগস্ট মাস পর্যন্ত।
তিনি বলেন, “ইনজুরি থেকে সেরে উঠেছি এই সংবাদ আমার নববর্ষের খুশিকে আরও দ্বিগুণ করে দিয়েছে। আমি আশা করি ভালো ক্রিকেট খেলে আমি আবারও ফিরে আসব। সকলের কাছে আমি দোয়াপ্রার্থী।”
Post a Comment