ব্যালকনিতে সারারাত কাঁদলেন মাহমুদুল্লাহ
এর আগে পাকিস্তানের কাছে এশিয়া কাপের শিরোপা হাতছাড়া হওয়ার পর এভাবে কেঁদেছিলেন টাইগার ক্রিকেটাররা। আবার সেই কাঁন্না।
বড় ভুল করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ বাংলাদেশকে জয় এনে দিতে পারতেন। কিন্তু ছক্কা মারতে গিয়েই সে কাজটি করতে পারেননি রিয়াদ।
নিজের ভুলে ভেঙ্গে পড়েছেন রিয়াদ। বুধবার রাতে ঠিকমত ঘুমাতে পারেনি টাইগার ক্রিকেটারা। ক্লান্ত শরীরেই চলে যায় কলকাতা।
রিয়াদ বুধবার রাতে মোটেই ঘুমাতে পারেননি। বাসার ব্যালকুনিতে বসে রাতভর কেঁদেছেন তিনি। দলের সবাইকে রাত ৩টার দিকে বিসিবি সভাপতি পাপান স্বান্তনা দিয়ে রুমে ফেরান।
কিন্তু অঝোরে ব্যালকনিতে বসে কাঁদেন রিয়াদ। শেষ রাতের দিকে ঘুমাতে যান তিনি।
Post a Comment