Header Ads

মুস্তাফিজের বিষয়ে গোপন খবর দিয়েছেন মাশরাফি, নতুন চিন্তায় পড়বে মুস্তাফিজের ভক্তবৃন্দ

 এই মুহূর্তে বিশ্বের সেরা বোলিং প্রতিভার নাম মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে শুধু বাংলাদেশই নয় দেশ-বিদেশের মিডিয়ায় অনেক লেখালেখি হচ্ছে।



এই মুস্তাফিজকে নিয়ে একটি গোপন থাকা খবর দিয়েছেন মাশরাফি। এটি এর আগে এটি অজানাই ছিল দেশের মানুষের। এখন নতুন চিন্তায় পড়বে মুস্তাফিজের ভক্তবৃন্দ।
মুস্তাফিজ কিভাবে জাতীয় দলে আসেন এ নিয়েই খবর। মাশরাফি বলেন, আমাদের কোচ হাথুরুসিংহে একদিন আমাদের ডেকে বললেন, তিনি এমন একজন বোলার দেখেছেন যার হাতে কাটার রয়েছে।
পরে কোচ আমাদের বলেন, এই বোলার ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাকে দলে ডেকে এনে পরীক্ষা করা প্রয়োজন যে সে কেমন খেলে।
মাশরাফি তার খেলা এক কলামে খিলেছেন, শুনে আমরা সিনিয়র ক্রিকেটাররা একমত হলাম। এরপর তো বাকি সব ইতিহাস।
ওই কলামে মাশরাফির ভাষ্য, যদি চন্ডিকা তার প্রতিভা বের করে না আনতেন, তাহলে নিশ্চিতভাবেই এখনও পর্যন্ত নেট বোলার হয়েই থাকতো মুস্তাফিজ।
Powered by Blogger.