আমার প্রতি অবিচার করা হয়নিঃ তাসকিন
টি-২০ বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ।বাংলাদেশের বেশিরভাগ ক্রীড়াভক্তের মতে এটা ছিল টাইগারদের বিরুদ্ধেঅবিচার। তবেএটর সাথে একমত নন খোদ তাসকিন আহমেদ।তাসকিনের মতে আইসিসির নেয়া সিদ্ধান্তই সঠিক ছিল।
তাসকিন বলেন, “আমার মনে হয় না আইসিসি ভুল কিছু করেছে । তারা আমার প্রতি কোনো অবিচারও করে নি । আইসিসির এটা করার অধিকার রয়েছে । মাঠে খালি চোখে অফিসিয়ালদের আমার বল সন্দেহজনক মনে হয়েছে । এজন্য তারা আমার বিপক্ষে রিপোর্ট করে এবং পরীক্ষাগারে সকল ধরণের আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করা হয়েছে”।
তিনি আরো জানান , “ আমি মোট ৪২ টি বল করেছিলাম । এর মধ্যে ৯ টি বাউন্সার ছিল যার ৩ টি ছিল অবৈধ । এর জন্যই আমাকে নিষিদ্ধ করা হয়েছে ।” নিষিদ্ধ হওয়ার পর বেশ কয়েকদিন দেশের বাইরে কাটিয়েছেন তাসকিন। বেড়িয়েছেন শ্রীলঙ্কা ও মালদ্বীপে। এটি মানসিকভাবে তাকে সতেজ করেছে বলে জানিয়েছেন তাসকিন।
ডিপিএলে ঢাকা আবহনীর হয়ে খেলতে পারায় তার স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং না করতে পারলেও ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই তাসকিনের। তাই আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগে বল হাতে দেখা যাবে তাসকিনকে। ঢাকা আবাহনীর হয়ে খেলবেন তাসকিন। এছাড়া যেকোনো সময় আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধ প্রমাণ করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এ গতি তারকা।
Post a Comment