পিটারসেনের বদলে খেলবেন খাজা
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার দরজাটা খুলে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার। কেভিন পিটারসেনের ইনজুরির কারণে, রাইজিং পুনে সুপারজায়ান্টস দলের হয়ে বাকি ম্যাচগুলোতে দেখা যেতে পারে তাঁকে।
এদিকে, পুনের পক্ষে মাত্র কয়েকটি ম্যাচ খেলেই ইনজুরির শিকার হন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন।সেই সাথে, আইপিএলের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে পড়েন তিনি।
অপরদিকে, এবারের আইপিএলের নিলামে কোন দলই পাননি খাজা।তবে, এখন পুনেকে ২০৭,০০০ ডলার খরচ করে, নিজেদের দলে ভেড়াতে হবে বিগ ব্যাশ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আসাধারন পারফর্ম করা খাজাকে।
আর পুনে দলের বর্তমান কোচ স্টিফেন ফ্লেমিং খাজার প্রশংসা করে সাংবাদিকদের বলেন, “সে অসাধারণ একজন ব্যাটসম্যান। আমরা তার মতই কাউকে খুঁজছি। আমরা সংক্ষিপ্ত একটি তালিকা করেছি। এখন সবার সিদ্ধান্তের ভিত্তিতেই উপযুক্ত কাউকে দলে নিবো আমরা”।
Post a Comment