Header Ads

সেই আলিম দার ও ইয়ান গোল্ডকে পেলেন সাকিবরা

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে টাইগারদের হতাশার দিনটি উপহার দিয়েছিলেন সেই ম্যাচের দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড।
আজ সোমবার ভারতে চলমান ষষ্ঠ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও মাশরাফি-সাকিবরা পেলেন বিতর্কিত
সেই আম্পায়ারদ্বয় পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ডকে।
গত বিশ্বকাপে দুই আম্পায়ার মাঠে বসেই সরাসরি পরিকল্পনা করেছিলেন। এবার অবশ্য আলিম-গোল্ডের জায়গা বদলেছে। আজকের ম্যাচে দুজন একই সঙ্গে মাঠে থাকছেন না। ইংল্যান্ডের রিচার্ড কেটেলবার্গের সঙ্গে ইয়ান গোল্ড মাঠে থাকলেও আলিম দার থাকছেন টিভি আম্পায়ারের দায়িত্বে। তাই আজ আলিম দার ও গোল্ডের মধ্যে আলোচনাটা হবে ইয়ারফোনের মাধ্যমে। 
এখন দেখার বিষয়, আলিম দার ও ইয়ান গোল্ড কী করেন! গত বিশ্বকাপের দুঃস্মৃতি ফিরিয়ে আনেন নাকি যৌক্তিক সিদ্ধান্ত দিয়ে ক্রিকেটের মানকে বাড়িয়ে তোলেন? টাইগারভক্তদের প্রশ্ন এমনই।
Powered by Blogger.