Header Ads

বিশ্বকাপেই ফিরছেন তাসকিন

তাসকিনকে ফেরাতে প্রচলিত প্রক্রিয়ার বাইরে গিয়ে বিশেষ ব্যবস্থায় অতি দ্রুত ইতিবাচক কিছু করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তাই পরশু দিন আইসিসি সভাপতি ও প্রধান নির্বাহীকে ফোনে আহ্বান জানিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। কিন্তু এভাবে কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধ করার সিদ্ধান্তের 'রিভিউ' চেয়েছে বিসিবি। গতকাল সন্ধ্যা ৭টায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, 'আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আজ (গতকাল) বিকেলে আমরা রিভিউ নোটিশ পাঠিয়ে দিয়েছি। এখন শুনানি দ্রুত করার জন্য আমরা কাজ করছি।' 

তাসকিনের বোলিং অ্যাকশনের রিপোর্টটা কোনোভাবেই মানতে পারছে না বিসিবি। সভাপতি নাজমুল হাসানের ধারণা ছিল, হয়তোবা যোগাযোগ বিভ্রাটের কারণে এমনটা হয়েছে। সে কারণেই আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর এবং প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কাছে ফোন করে ব্যাপারটা খতিয়ে দেখতে বলেছিলেন। বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত ত্রুটির বিষয়টি তুলে ধরে আইসিসি বরাবর একটি মেইলও পাঠানো হয়েছিল। তারা দু'জনেই বিসিবি সভাপতিকে জানিয়েছিলেন, আইনজীবী এবং বিশেষজ্ঞ নিয়ে তারা বৈঠকে বসেছেন। এবং বৈঠক শেষ করেই তারা ফোনে জানাবেন। গতকাল পর্যন্ত আইসিসি সভাপতি ও প্রধান নির্বাহীর ফোন আসেনি। তাই এখন আর প্রচলিত প্রক্রিয়ার বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই নিয়ম অনুযায়ী আইসিসির কাছে তাসকিনের ব্যাপারে নেওয়া সিদ্ধান্তের রিভিউ চেয়েছে বিসিবি। এখন রিভিউ চাওয়ার মানে হলো তাসকিন বিষয়ে শক্ত অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছে বিসিবি।
রিভিউ প্রক্রিয়ায় খুব দ্রুত নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনা খুবই কম। এই প্রক্রিয়ায় নতুন করে পরীক্ষার বিষয়টি না থাকলেও একাধিক শুনানি হবে। সেখানে দুই পক্ষ নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর আসবে সিদ্ধান্ত। সেখানে তাসকিনের নিষেধাজ্ঞা উঠতেও পারে, আবার নাও উঠতে পারে। বিসিবির এক কর্মকর্তার বক্তব্য, রিভিউতে নতুন কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ইতিমধ্যে বোলিং অ্যাকশনের যে রিপোর্টটি দেওয়া হয়েছে আলোচনা হবে তার ভিত্তিতে। তাই সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা খুবই কম। রিভিউতে সিদ্ধান্ত পরিবর্তন না হলে নতুন করে অ্যাকশনের পরীক্ষা দিয়ে ফিরতে হবে তাসকিনকে। তবে বিষয়টি নিয়ে বিসিবি সোচ্চার হওয়ায় ভবিষ্যতে বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়ার সময় আইসিসি সচেতন থাকবে বলে আশা বিসিবির এক পরিচালকের। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার আশা, রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বকাপের মধ্যেই তাসকিনের ফেরা সম্ভব। এর পেছনে তিনি যুক্তি দেখিয়েছেন, মাঝে মধ্যে নাকি এক শুনানিতেই রিভিউ নিষ্পত্তি হয়ে যায়। তাই তারা যত দ্রুত সম্ভব শুনানি আয়োজনের চেষ্টা করছেন তারা।
Powered by Blogger.